শিকড় সমাজ উন্নয়ন সংগঠন এর ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রায় ১শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ উপহার বিতরণ.......
গতকাল বৃহস্পতিবার ৭ই মার্চ জামালপুর সদরের ৩নং লক্ষীর ইউনিয়ন এর লক্ষীরচর গ্রামের লক্ষীর চর প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় কয়েক জন উদিয়মান তরুনদের নিয়ে। তার পর থেকে সংগঠন নানা সামাজিক কার্যক্রম করে আসছে।
শিকড় সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি জনাব,মো:রমজান আলী বলেন আমাদের সংগঠন টি প্রতিষ্ঠা পর থেকেই বাল্য বিবাহ প্রতিরোধ,ইদ সামগ্রি ভিতরন, বন্যা সামগ্রি ভিতরন,রক্তদান,শিক্ষা সামগ্রি ভিতরন,হত দরিদ্রদের পড়া শোনার দায়িত্ব, অসহায় মেয়ের বিয়ের জন্য সহযোগীতা, অসহায় মানুষকে কর্ম সংস্থান করে দেওয়া সহ নানান সামাজিক কার্যক্রম করে আসছে। এবং জামালপুরের স্থানীয় সেচ্ছাসেবী শাহরিয়ার রহমান শাকিব জানায় শিকড় সংগঠন ২০১৮ সাল থেকে তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছে এবং সমাজ উন্নয়ে বিভিন্ন ভূমিকা রাখছে।
আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিকড় সংগঠন এর বর্তমান সভাপতি মো: রমজান আলী,প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন( অধ্যক্ষ নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুজ্জামান ( উপাধ্যক্ষ নান্দিনা কলেজ)।
সম্নানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: আহসান আবিব আদনান( প্রভাষক শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর),মো: মুখলেছুর রহমান ( চেয়ারম্যান রানা মটর ঢাকা), মারুফ মিয়া(৪১তম বিসিএস সুপারিশ প্রাপ্ত ), সেলিম সাহেব( উপদ্রষ্টা শিকড়), কবির মনি( উপদেষ্টা শিকড়), ফাইজুর রহমান ( পুলিশ)।
আরো উপস্থিত ছিলেন শিকড় এর সেচ্ছাসেবী মো: সৈকত( প্রতিষ্ঠাতা সভাপতি শিকড়), রফিকুল ইসলাম ( পরিচালক শিকড়), এবং উক্ত সংগঠন এর এক্টিভেট ও কর্মঠ সেচ্ছাসেবী মো: মমিনুল ইসলাম, তাজুল হাসান,রায়হান,মো: সবুজ আহমেদ,মানিক,রুবেল, রাকিব সহ নাম না জানা আরো অনেকেয় উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় সেচ্ছাসেবী : মোহাম্মদ মামুন,শাহরিয়ার রহমান শাকিব,সাগর আহমেদ, আরিফ আহমেদ সহ আরো অনেকেই।
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ ঘন্টা ৩ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে