ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে প্রবাসবন্ধ ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ব্র্যাক সেন্টারে ১৩ মার্চ (বুধবার) সকাল ১১ টায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের নিয়ে পুনরেকত্রীকরণ ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেটস (প্রত্যাশা-২) প্রকল্পের ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসবন্ধ ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা কোঅর্ডিনেটর ইমাম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কামরুল ইসলাম কানন।
এসময় আরও বক্তব্য রাখেন ব্র্যাক কর্মকর্তা সামিরা বিনতে জামান, প্রবাসবন্ধু ফোরাম মিটিং এর সহসভাপতি গোলাম সরওয়ার, প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের (মহিলা) সভাপতি শামিমা আকতার মেরি, সাংবাদিক মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কাসেম, ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবদুস সালাম, মোঃ মনির হোসেন সোহেল ও উপজেলা কোঅর্ডিনেটর নাজমা আকতার।
বক্তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত দেশ ২০২০ সালে এপ্রিল থেকে যারা ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহে প্রতারিত বা ফেরত ভুক্ত প্রবাসীদের বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানের শুরুতে প্রবাস বন্ধু ফোরামের পরিচিতি ও পরে উপস্থিত সদস্যদের মাঝে কমিটি গঠন সম্পন্ন করা হয়।
৪৪ মিনিট আগে
৪৭ মিনিট আগে
১ ঘন্টা ৩২ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ২৭ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে