জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌ লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে : মৌলভীবাজার জেলা প্রশাসক জয়পুরহাটে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচবিবিতে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক গ্রেফতার দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের ভিপি শহিদুল, জিএস ইনামুল আদমদীঘিতে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা বগুড়ার জেলা প্রশাসকের আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ

ক্ষেতলালে প্রথমবারের মতো চীনা বাদাম চাষে ঝুঁকছে কৃষকরা


চীনা বাদাম যেমন আকর্ষণীয়, তেমনি পাতাও বেশ সুদর্শন। পাতার গড়ন অনেকটা আলুপাতার মতোই। এ বাদাম মাটির নিচে জন্মে। চীনা বাদামের অ্যান্টি-অক্সিজেন শরীরে কঠিন রোগকে বাসা বাধতে বাঁধা প্রদান করে। চীনা বাদাম দেশের বিভিন্ন এলাকায় চাষাবাদ হয়। তবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষকরা দুই একরের অধিক জমিতে প্রথম বার চাষ করছে চীনা বাদামের।


ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের দেউলিয়া গ্রামের কৃষক আব্দুর  রশিদ (৫০) গত বছর জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষামূলক মাত্র ছয় শতাংশ জমিতে চীনা বাদামের বীজ রোপণ করে ভাল ফলন পান। বাদাম চাষে তার সফলতা দেখে একই গ্রামের বেশ কয়েকজন কৃষক  চলতি বছরে বাদাম চাষ শুরু করেছেন। দেউলিয়া গ্রামের  হয়দার আলী, হারেজ উদ্দিন, মাহমুদুল, হাফিজুল, আবু তাহের, বাহার উদ্দিন, আব্দুস সোবহান, জাহিদুল, বাবলু ও আবু কাশেম সহ গ্রামের ২৫-৩০ জন কৃষক চলতি বছরে প্রায় ৬-৭ বিঘা জমিতে চীনা বাদাম চাষ করছেন৷


চীনা বাদাম চাষী আব্দুর রশিদ বলেন, নতুন ফসল চাষ করা আমার শখ। এ বছর আমি পঁচাত্তর কেজি চীনা বাদামের বীজ আমার এক আত্মীয়'র বাড়ী থেকে এনে গ্রামের পঁচিশ থেকে ত্রিশ জন কৃষককে দিয়েছি। তারা সকলেই এবছর চীনা বাদাম চাষ শুরু করেছে। আমি ১৬ শতাংশ জমিতে চীনা বাদাম চাষ করেছি। বাদাম চাষে খরচ খুবই সীমিত। এ বছর তেমন কোন রোগ বালাইও হয়নি। ভালো ফলনের সম্ভাবনা সহ বাজারে বাদামের দামও ভালো রয়েছে। আশা করা যায় আমরা লাভবান হবো। আগামীতে যদি সরকারিভাবে সহযোগিতা বা প্রণোদনা পাই তাহলে বড় পরিসরে এলাকার কৃষকরা চীনা বাদাম চাষে উদ্বুদ্ধ হবে।


ওই গ্রামের আরেক কৃষক হায়দার আলী (৩৮) জানান, আব্দুর রশিদকে বাদাম চাষে সফলতায় আমরা অবাক হয়েছিলাম। পরে তার কাছ থেকে চীনা বাদামের বীজ সংগ্রহ করে চাষাবাদ করছি। বাদামের গাছ খুব সুন্দর হয়েছে। ভালো ফলন ও দাম পাওয়া যাবে বলে আশা করা যায়।


দেউলিয়া গ্রামের কৃষক আব্দুল গফুর জানান, বাজারে চীনা বাদামের অনেক চাহিদা আছে। অল্প খরচে বাদাম চাষে লাভ বেশি। জমি দেখে অনেক কৃষক আগামীতে বীজ নিয়ে চাষাবাদের আগ্রহ প্রকাশ করছে।


এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান জানান, সাধারণত বেলে মাটিতে বাদাম চাষ ভাল হয়। তবে নদী এলাকা বা যেসব এলাকার মাটিতে বালির পরিমান বেশি সেসব এলাকাগুলোতে চাষ করা যায়। ক্ষেতলালে এরআগে কেউ বাদাম চাষ করেছে বলে আমার জানা নেই। তবে কৃষক আব্দুর রশিদের মতো অন্যান্য যারা বাদাম চাষে আগ্রহী তাঁদের কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। সেই সাথে তাঁদের এব্যাপারে উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থাও করা হবে।

আরও খবর