মুন্সি শাহাব উদ্দীন, বিশেষ প্রতিনিধি।
লোহাগাড়া বটতলী হালাল ডাইনের সামনে বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকালে মালামাল ভর্তি এক ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল আব্দুল আলম (৬৫) নামে এক বয়োবৃদ্ধ লোক। তার বাড়ী লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহর চান্দা এলাকায়। তিনি ঐ এলাকার আশরাফ মিয়ার পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, আব্দুল আলম চট্টগ্রাম আদালতে একটি সিভিল মোকদ্দমায় হাজিরা দিতে সকালে বাড়ী হতে বের হয়। বটতলী হালাল ডাইনের সামনে মহাসড়ক পারাপারের সময় মালামাল ভর্তি একটি ট্রাক আব্দুল আলমকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে বটতলী সিটি হাসপাতালে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেকে প্রেরণ করা হয়। সেখানে ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় ১১ টার দিকে সে ইন্তেকাল করেন। ঘাতক ট্রাক ও চালককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছ। আইনী প্রক্রিয়া শেষে রাত ১০ টার সময় জানাজার নামাজ আদায় ক্রমে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় বহু সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহন করেন। আব্দুল আলমের এমন মর্মান্তিক মৃত্যুতে আত্বীয় স্বজন ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
৫৯ মিনিট আগে
১ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ ঘন্টা ০ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ৪১ মিনিট আগে