বাংলাদেশের সংকটপূর্ণ অবস্থার কারনে লন্ডনে অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকে এর আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) লন্ডনস্থ মাইক্রো বিজনেস সেন্টারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সভাপতি জনাব জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউকে ও ইউরোপীয় মুখপাত্র জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা।
বক্তব্যে অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সদস্য বদরুল ইসলাম বলেন, বাংলাদেশ আজ বহুমুখী সংকটে পতিত। এখানে গণতন্ত্রের সংকট, রাজনৈতিক সংকট। এই রাজনৈতিক আর গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে, একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে। ব্যাংক ডাকাতি আর মাফিয়াদের জন্ম দিয়েছে। চাঁদাবাজদের জন্ম দিয়েছে।বদরুল ইসলাম আরোও বলেন,দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেনা। অপরদিকে, সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাজারে চড়া। দেশের ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে। আমদানি-রপ্তানির নামে টাকা বাইরে পাঁচার করে বিদেশে বাড়ি গাড়ি করেছে। ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকে এর সাধারণ সম্পাদক মু জামিল হোসাইন,সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন, সাবেক শিবির নেতা আব্দুল মুনিম খান, শামসুদ্দোহা মনজু, সাবেক শিবির নেতা রাসেল আহমেদ, আব্দুল হামিদ তাজুল, সাবেক শিবির নেতা তারেক আহমেদ , সাবেক শিবির নেতা কায়েস মাহমুদ, আব্দুল আহাদ, এবাদুর রহমান জাকির, সাব্বির আহমেদ, আনোয়ারুল আমিন, আব্দুল মুকিত এবং ছাত্রশিবির, ছাত্রদল, বি এন পি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিরোধী দলীয় সাবেক কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩ ঘন্টা ৪৯ মিনিট আগে