গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

নিখোঁজের ১৯ মাস পর কঙ্কাল, ব্রেসলেট দেখে স্ত্রী শনাক্ত করলো স্বামীর লাশ

নিখোঁজের ১৯ মাস পর কঙ্কাল, ব্রেসলেট দেখে স্ত্রী শনাক্ত করলো স্বামীর লাশ 


নিখোঁজের ১৯  মাস পর মনীষের পোল্ট্রি ফার্মের বাগান থেকে বজ্যের ময়লার স্তুপের খড়ের মধ্যে শ্রমিকদের আবিষ্কার করা কঙ্কাল পাওয়া যায়।  ব্রেসলেট দেখে স্ত্রী জেসমিন বেগম সনাক্ত করলো স্বামীর মরদেহ। 



ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২ মে সকাল ১০ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনিষ বাবুর বাড়ির পাশে বাগানের মধ্যে পোল্ট্রি ফার্মের বোজ্য রাখা ময়লার স্তুপের খড়ের মধ্যে। খবর পেয়ে ১৯ মাস আগে নিখোঁজ হওয়া কুশুলিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী জেসমিন বেগম এসে স্বামীর হাতের ব্রেসলেট দেখে সনাক্ত করে এটা তার স্বামী ইসমাইল হোসেনের লাশ। 



তবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী।  

ঘটনায় তাৎক্ষণিক ভাবে পুলিশ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে নিখোঁজ ইসমাইল হোসেনের বন্ধু নাজমুল হোসেন ওরফে শিমুল (৩৫) কে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। 



পুলিশ ইসমাইল হোসেন নিখোঁজ হওয়ার পর তার স্ত্রীর করা থানায় সাধারণ ডায়েরির সূত্র ধরে এর আগেও সাতক্ষীরা রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৬ এর সদস্যরা তার বন্ধু নাজমুল হোসেন ওরফে শিমুলকে বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। প্রত্যক্ষদর্শী শ্রমিক সিরাজ, বাবলু, পীযূষ, নূর সহ একাধিক ব্যক্তি জানায়, বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর গ্রামের মনীষ বাবুর বাড়ির পাশে বাগানের পোল্ট্রি ফার্মের বর্জের ময়লা খড়কুটার মধ্যে একটি মাথার খুলি দেখতে পায়। বিষয়টি পাশে ধানকাটা শ্রমিকদের জানালে তারা এসে খড় সরিয়ে একটি মানুষের কঙ্কাল দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে খবর দিলে তিনি ঘটনা স্থলে এসে থানায় খবর দেয়। 



খবর পেয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) ইদ্রিস আলী, উপ পরিদর্শক শিহাব হোসেন, উপ পরিদর্শক নকিব পান্নু সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে কঙ্কাল উদ্ধার করে। ওই সময় লাশ পাওয়ার খবর শুনে নিখোঁজ ইসমাইল হোসেনের স্ত্রী জেসমিন বেগম ঘটনাস্থলে এসে হাতে ব্রেসলেট দেখে লাশটি তার স্বামীর বলে সনাক্ত করে। খবর শুনে স্থানীয় শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমাতে থাকে। পরে দুপুর ১ টার দিকে সাতক্ষীরা থেকে পিবিআই, সিআইডি, ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 



মনোহরপুর গ্রামের জামাত আলীর ছেলে দিন মজুর ভাটা শ্রমিক এবং চাচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে চা বিক্রেতা ভাটা শ্রমিক নাজমুল হোসেন ওরফে শিমুল এক সঙ্গে দুই বন্ধু বিভিন্ন ইট ভাটায় কাজ করাসহ মৎস্য ধরে জীবিকা  নির্বাহ করত। হঠাৎ করে ইসমাইল হোসেন নিখোঁজ হওয়ায়তার স্ত্রী জেসমিন বেগম গত ২৫ -৯ -২০২২ ইং তারিখে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে এরপর হতে তার স্বামীকে আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার শ্রমিকদের দেখানো কঙ্কাল থেকে মিললো স্বামীর সন্ধান। 


এ বিষয়ে পুলিশ পরিদর্শক তদন্ত ইদ্রিস আলী এবং উপ পরিদর্শক নকিব পাননুর নিকট জানতে চাইলে তিনি জানান, কঙ্কাল ও কঙ্কালের হাতের ব্রেসলেটে দেখে তার স্ত্রী কঙ্কালটি তার স্বামীর বলে দাবি করেছে। এ ব্যাপারে নাজমুল হোসেন নামে তার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়। 

আরও খবর