কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে। ভোটগ্রহণ, হাতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
জানা যায়, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে শনিবার সকালে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় মোটরসাইকেল প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে। এ সময় তার শারীরিক অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে। এখনও পর্যন্ত চিকিৎসা চলছে তাঁর। তবে, শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল আছে বলে জানান তার পুত্র ফারদিন বিন ফরিদ চৌধুরী। তবে, যেটা নিয়ে উদ্বেগে ছিলেন চিকিৎসকেরা তা হল এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী হৃদরোগ হৃদরোগ ও উচ্চ রক্ত চাপে ভোগে ছিলেন। আপাতত শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল।
অসুস্থতার খবর পেয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা ফরিদুল ইসলাম চৌধুরীকে দেখতে যান কক্সবাজার -২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। এসময় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
গত শুক্রবার সকালে কুতুবদিয়া থেকে কক্সবাজার, একইদিন বিকেলে আবারও কুতুবদিয়ায় চলে আসেন এবং নির্বাচনী প্রচারণায় উপজেলার লেমশীখালী ইউনিয়নে গণসংযোগ ও সমাবেশে অংশ নেন।
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী এ প্রবীণ নেতা গত দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসকেরা তাকে সর্তকতার সাথে চলাচলের জন্য পরামর্শ দিয়ে ছিলেন।
২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২ ঘন্টা ৬ মিনিট আগে