বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬০) বছর রয়সের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার (৪ মে) বিকেলে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার সিগনালের পাশে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে ওই বৃদ্ধা নারী আদমদীঘির পাইকপাড়া গ্রামের রেললাইনের আশেপাশে ঘোরাফেরা করে পুরাতন কাগজপত্র কুড়াচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে দোলনচাঁপা আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার সিগনাল অতিক্রম করার সময় অসাবধানতা বশত ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা নারীর মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।