বগুড়ার আদমদীঘিতে একটি মাছচাষ পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ১৬ লাখ টাকার বাজারজাত করণের দেশীয় জাতের মাছ মেরে নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে ব্যাপক ক্ষতিসাধনের মুখে পড়েছেন মাছচাষীরা। গত বুধবার (৮মে) দিবাগত রাতে উপজেলার মিতইল পশ্চিমপাড়া গ্রামের ভুতাতলা নামক পুকুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে মাছচাষী তপন কুমার জানান।
ক্ষতিগ্রস্ত মাছচাষী তপন কুমার জানায়, তিনিসহ তার অপর সহপাঠী নিখিল চন্দ্র দাস ও ওমল চন্দ্র কর্মকার একত্রে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল পশ্চিমপাড়া গ্রামে পাঁচ বিঘা জলাশয়ের ভুতাতলা নামক পুকুরটির কিছু অংশ লীজ নিয়ে নয় বছর যাবত বিভিন্ন প্রজাতির মাছচাষ করে আসছেন। বর্তমানে পুকুরটিতে বাজারজাত করণের জন্য প্রায় ১৬ লাখ টাকার মূল্যে রুই, কাতলা, সিলভার, পাঙ্গাস, পবাসহ বিভিন্ন জাতের প্রস্তত ছিল। গত বুধবার দিবাগত গভীর রাতে কে বা কারা শত্রুতাবসত: ওই মাছচাষ পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলে পুকুরে লালনপালন করা সমস্ত মাছ মরে বিনষ্ট হয়।
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
১৬ ঘন্টা ৪০ মিনিট আগে