সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে রাতের আধারে স্থাপনা সহ সরকারি জায়গা দখলের চেষ্টা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে লোহার ফ্রেম যুক্ত টিনশেড সহ যায়গা দখলের চেষ্টা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা প্রশাসনের হস্তক্ষেপে দখল বন্দ হলেও লোহার ফ্রেমযুক্ত টিনশেডটির হদিস পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মে) দিবাগত রাত্র ১ টার দিকে কৃষ্ণনগর বাজারের চাউল বাজারে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শাজাহান কবির শানু জানান ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিনের লোকজনের পাহারায় রাত্র ১টার দিকে বাজারে ৪০ থেকে ৫০ জন লোক, চাউলের এবং মাংসের বাজারের টিনশেড ভেংগে দিয়ে নতুন ভবন নির্মাণের জন্য সিমেন্ট বালু রড নিয়ে কাজ করছিল বিষয়টি দেখে আমি স্থানীয় বেশ কয়েক জনকে ফোন দেই এবং ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ কে অবহিত করি পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে কাজ বন্ধ করার নির্দেশ দেয় এবং তাদের ব্যবহারিত নির্মাণ সামগ্রি প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালীর জিম্মায় রেখে যায়।
সরজমিনে গিয়ে ব্যবসায়ী আসফারুক, রওশান কাগুজি সহ একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ৪০ বছর এর অধিক সময় যায়গাটি স্থানীয় ব্যবসায়ীরা ব্যবহার করে আসছে যায়গাটিতে ব্যবসায়ীদের জন্য লোহার ফ্রেমের টিনশেড নির্মিত ছিল, পূর্বে স্থানটি মাছ ব্যবসায়ীরা ব্যবহার করত এবং বর্তমানে মাংস ও চাউলের খুচরা ব্যবসায়ীরা জায়গাটিতে ক্রয়-বিক্রয় করে থাকেন। তবে যায়গাটি সবার কাছে চাউল বাজার নামেই পরিচিত এবং এটি পেরিফেরির আওতাভুক্ত স্থান।
হটাৎ শুক্রবার রাতের অন্ধকারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লোক হিসেবে পরিচিত নূর ইসলাম খোকা,নূরুল ইসলাম গাজী, শাহিন ওরফে লাড্ডু শাহিন, সিরাজুল ইসলাম সহ প্রায় ৪০-৫০ জনের একটি দল টিনশেড ভেংগে দিয়ে সেখানে ভবন নির্মানের জন্য লোহার রড-ইট-খোয়া এবং সিমেন্ট নিয়ে আসে তবে পুলিশি হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্দ হয়ে যায়। এ বিষয়ে নূরুল ইসলাম গাজির সাথে কথা বললে তিনি জানান আমি শাহিন ও নুরুল ইসলাম সরদার এর নামে যায়গাটি ৯৯ বছরের বন্দবস্ত নেই, দিনে লোকজনের ভিড় থাকায় রাত্রে কাজ করছিলাম আগামীতে আমরা দিনের আলোতেই কাজ করব।
তবে বন্দবস্তের বিষয়ে জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা জিএম নুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান সাফিয়ার কাছে জানতে চাইলে তিনি দখলে তার সংশ্লিষ্টতা অস্বীকার করে যারা দখল করছে তারা ডিসি অফিস থেকে বন্দোবস্ত নিয়েছে বলে জানতে পেরেছেন বলে জানিয়েছেন।
কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিন দখলের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে চাউল এবং মাংস ব্যবসায়ী সহ বাজার দোকানদার ও সচেতন মহলের মধ্য চরম ক্ষোব সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সরকারী সম্পদ ও সম্পর্তি উদ্বার এবং যায়গাটি চাউল ও মাংসের হাট হিসেবে জন সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার জন্য দাবি জানান।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে