বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজাসহ আলমগীর কবির (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত বুধবার (২৯ মে) সন্ধ্যায় বগুড়া- নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর শারীব এগ্রো লি: কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর কবির নওগাঁ জেলার পোরশা উপজেলার চক নারায়ন গ্রামের সাইজুদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ’খ’ সার্কেলের পরিদর্শক এস.এম. এলতাস উদ্দিন জানায়, বুধবার বিকেলে মাদক পাচাররোধে বগুড়া- নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর শারীব এগ্রো লি: কারখানার সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহন তল্লাশি করা হয়। এসময় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহন ঢাকা-মেট্রো-ব-১৪-৭৬০৫ নম্বরের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এফ-১ সিটে বসা যাত্রী আলমগীর কবিরকে তল্লাশি করা কালে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে এক কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত আলমগীর কবিরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে