বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কী? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব মাঈনউদ্দিন আল-মাহীর কবিতা - "শব্দহীন অভিমান" ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন লালপুরে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ২ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত পাবিপ্রবিতে পদ্মা ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাঠ দিবস পালিত কোম্পানীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল! আদমদীঘিতে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি কুবিতে আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে মৌন মিছিল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক তন্ময় আদমদীঘিতে বিস্কুটের প্যাকেটের ভিতর হেরোইন, বাসযাত্রী গ্রেপ্তার শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন নন্দীগ্রামে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল ঝালকাঠি র্র্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের আটক--২০ সদস্য।


বরিশাল ঝালকাঠিতে অভিযান চালিয়ে পৃথক চারটি কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। শনিবার ( ১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ বরিশালের মিডিয়া সেল। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে র‌্যাব নিশ্চিত হয় ঝালকাঠি জেলা শহর এলাকায় কিশোর গ্যাং চক্র সক্রিয় আছে। তারা বিভিন্ন সময় মারধর, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচার, বয়োজ্যেষ্ঠদের অশ্লীল ভাষায় গালাগালিসহ বিভিন্ন অপরাধে জড়িত ও দলগতভাবে চলাফেরা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি কোম্পানির সদস্যরা শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ঝালকাঠি জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযান চালায়।অভিযানে শহরের পৌর মিনিপার্ক এলাকা থেকে কিশোর গ্যাং শিহাব গ্রুপের লিডার ও বরফপাশা এলাকার মো. শিহাব (১৭), নুরুল্লাপুর এলাকার মো. আজিজুল হাওলাদার (১৯), ফকির বাড়ি এলাকার রবিন হাওলাদার (১৭), চাঁদকাঠি এলাকার মো. রুমান (১৭) এবং মধুপুর এলাকার মো. হৃদয়কে (১৭) আটক করা হয়।এদিকে জেলা নির্বাচন অফিস সংলগ্ন এলাকা থেকে কিশোর গ্যাং সাব্বির গ্রুপের গ্রুপের লিডার বাসন্ডা এলাকার মো. সাব্বির খান (১৮), মো. গোলাম মোর্শেদ (১৮), উদ্বোধন স্কুল সংলগ্ন এলাকার মো. মারুফ (১৭), পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার মো. রাফি হাওলাদার (১৬) এবং চাঁদকাঠি এলাকার মো. স্বাধীন হাওলাদারকে (২১) আটক করা হয়।
এছাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মোড় থেকে কিশোর গ্যাং রাফিম গ্রুপের লিডার রুপনগর এলাকার মো. রাফিম ইসলাম জিসান (১৭), পুরাতন কলেজ জেলেপাড়া এলাকার মো. শান্ত মাঝি (১৭), চরভাটারাকান্দা এলাকার মো. নাজমুল খান (১৭), কাঠপট্টি ট্রলারঘাট এলাকার জিহাদ হাওলাদার (১৭) এবং বৈধারাপুর এলাকার মো. সিদ্দিকুর রহমান শাওনকে (১৬) আটক করা হয়। এছাড়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে কিশোর গ্যাং সজিব গ্রুপের গ্রুপ লিডার চরভাটারাকান্দা এলাকার মো. সজিব হাওলাদার (১৭), একই এলাকার মো. রনি হাওলাদার (১৭), কৃষ্ণকাঠি এলাকার জুবায়ের খলিফা (১৭), গাবখান ব্রিজ সংলগ্ন এলাকার মো. রমজান হোসেন (১৭) এবং পূর্বচাঁদকাঠি এলাকার মিম খলিফাকে (১৭) আটক করা হয়।
র‌্যাব জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

আরও খবর