নতুন বাজেটে বাস্তবভিত্তিক এডিপি গ্রহণ করা হবে: ড. সালেহউদ্দিন আহমেদ এনবিআর বিলুপ্তির কারণ জানাল সরকার নলছিটিতে খালের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্টের কাঙ্খিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ, ব্যবস্থা নেওয়া হয়নি ইটভাটার বিরুদ্ধে শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ লিটার বাংলা মদ ধ্বংস গোয়ালন্দে কৃষান-কৃষানীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস” আদমদীঘিতে গৃহবধূ রহস্যজনক নিখোঁজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে পরীক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষামূলক লিফলেট বিতরণ কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে এক নারী নিহত, আহত ৩ ববি শিক্ষার্থীদের অনশন ১২ ঘণ্টায়ও প্রশাসনের কাছ থেকে আশ্বাসের অভাব একক_সংঘ ক্লাবের সভাপতি হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, ও ক্রীড়া সংগঠক সাইদুর রহমান বাচ্চু জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে যে প্রশ্ন প্রধান বিচারপতির লালপুরে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে বিদেশী ফল আঙুর এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা আদমদীঘিতে মাদক ব্যবসায়ী মিনু দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান

এক আবেদনেই সব বিসিএস পরীক্ষার সুযোগ; সিন্ধান্তে পিএসসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2024 05:17:18 am

বর্তমানে একটি বিসিএসে আবেদন করলে একবার কেবল একটি বিসিএসই দেওয়া যায়। চাকরির বয়স থাকা পর্যন্ত প্রতিটি বিসিএসেই আলাদা আলাদা আবেদন করেন আবেদনকারীরা। এভাবে যেমন সময় নষ্ট হয়, তেমনি বারবার আবেদনের ঝক্কিও পোহাতে হয় চাকরিপ্রার্থীদের। এ পদ্ধতিতে নতুনত্ব এনে সমস্যাটির সমাধানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এই বিষয়ে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। আর একবার আবেদনে অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকার ব্যাপারটিকে দারুণ উদ্যোগ বলছেন চাকরিপ্রার্থীরা।


সোহরাব হোসাইন বলেন, ‘চাকরিপ্রার্থীরা প্রতিটি বিসিএসে আলাদা আলাদা আবেদন করেন। কিন্তু প্রতিবারই তো একই তথ্য পূরণ করেন। এটি একটি সময় সাপেক্ষ বিষয়। আমরা চাইছি প্রার্থী একবার আবেদন করবেন। সেই সময় পিএসসি ওয়েবসাইটে তাঁদের তথ্য দিয়ে ফরম অনলাইনে পূরণ করবেন। সব তথ্য ঠিক থাকলে ফরম সাবমিট করবেন। এই কাজটি হবে শুধু একবার। তাঁর ইউনিক আইডি তৈরি হয়ে থাকবে পিএসসিতে। যতবার পরীক্ষা দেবেন, ততবার শুধু কিছু তথ্য আপডেট করলেই সেই আইডি দিয়েই আরেক বিসিএসে অংশ নিতে পারবেন। আবার কোনো বিসিএসে কোনো পর্যায়ে আছে তাঁর আবেদন সেটাও ওয়েবসাইটে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।


সোহরাব হোসাইন বলেন, ‘আমরা চাইছি প্রার্থীদের ভোগান্তি কমাতে। আর পিএসসিতে আধুনিক করতে। তিনি জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীর ইউনিক আইডি থাকে। সেটি একবার পূরণ করলে তা থেকে যায়। ই–মেইল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে ওই প্রতিষ্ঠানের নানা পদের চাকরিতে আবেদন করতে পারেন তিনি। এ জন্য দরকারি বেশির ভাগ তথ্যই একবারের জন্যই পূরণ করতে হয়।


আমরাও সেই দিকে এগোতে চাচ্ছি। ৪৭তম বিসিএস থেকেই এই ইউনিক আইডি তৈরির পরিকল্পনার কথা জানান পিএসসি চেয়ারম্যান।’


এ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সাব্বির হোসেন নামের এক চাকরিপ্রার্থী বলেন, তিনি বর্তমানে একটি ব্যাংকে কর্মরত আছেন কিন্তু চারটি বিসিএসে অংশ নিয়েছেন। সাব্বির বলেন, একবার আবেদন আর ১০ বার আবেদন, সব সময়ই বেসিক তথ্যগুলো দিতেই হয়। যেমন নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষার ফল বা গ্রেড, মা–বাবার নাম, বোর্ড এসব। ওগুলো তো সব বিসিএসের জন্যই প্রযোজ্য অথচ বারবার একই তথ্য দিয়ে আলাদা আলাদা আবেদন করতে হয়। অনেকে আছে নিজে পূরণ করতে পারেন না। দোকান থেকে করতে গেলে ভুল হয়। আলাদা টাকাও খরচ হয় বারবার আবেদনের ফরম পূরণে। সব মিলে এই কাজ যদি পিএসসি একবার করতে দিয়েই অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ চালু করে তাহলে তা হবে দারুণ এক উদ্যোগ।

সৌজন্যে : প্রথম আলো

আরও খবর

67c58248b8cc3-030325041952.webp
৬৫৩১ শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

৭১ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে


67826c13a26cf-110125070315.webp
৪৩ তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিলো সরকার

১২২ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে



6756e861151f0-091224065353.webp
৪৭তম বিসিএস আবেদন স্থগিত

১৫৫ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে


6747047cabb38-271124053732.webp
৪৬তম বিসিএস প্রিলি’র পুনরায় ফল প্রকাশ

১৬৭ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে



6742cfd24dfaf-241124010346.webp
সরকারি চাকরিতে ২২ হাজার নিয়োগ আসছে

১৭০ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে