সাতক্ষীরা অধিকার কালিগঞ্জে ঘূর্ণিঝড় রিমালে অতিরিক্ত ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তা বহুমুখী অনুমোদনের জন্য নগদ টাকা মহিলা করা হয়েছে।
গত (১৩ জুন) ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্পোর্টস ফান্ড বাংলাদেশ এর বিন্দু বিন্দু নারী উন্নয়ন সংস্থার উপজেলা অটোরিয়ামে ২৯৬ জন ক্ষতিগ্রস্থ পরিবারের জনপ্রতি ৬ হাজার টাকা করে ১৭ লক্ষ ৭৬ হাজার টাকা করা হয়েছে। আপনার কাছে থেকে ও নগদ টাকা টাকা, জেলা প্রশাস (আইটি শিক্ষা) শেখ মঈনুল ইসলাম মঈন। পরিবর্তন তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় জেলা সাতক্ষীরা ক্ষতিগ্রস্থ হয়েছে।
অনেক মানুষ ঘোর কষ্টে জীবন-যাপন করছে। আজ কালিগঞ্জ ২৯৬ টি অংশের উপজেলা শাখার সে দাতা সংস্থার সদস্য সকলকে জেলা প্রসস সাকক্ষীরা পার্টিকে ধন্যবাদ জানাচ্ছেন। এম পি এম আবুল গোবিন্দ মন্ডল উপজেলা চেয়ারম্যান এস আকরাম হোসাইল, উপজেলা চেয়ারম্যান পদের ইউনিভার্সিটি গাজী আজিজুর রহমান, কর্তৃত্বকর্তা ক্লাবের মুখ ও রোডয়া মনসুর ভগবান সহকারী অধ্যাপক জগন্নাথ কাছার তুহিন, ভাড়া শিলা একত্রে সদস্য পরিষদের নেতা এমপির এমপি।
ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর বিজয় বিশ্বাস। মানসিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিন্দু নারী উন্নয়ন সংস্থার কার্যবাহী মিজাকিয়া রাজিয়া, প্লেট মিডিয়া (মিডিয়া এন্ড কমিউ) ও প্রজেক্ট ফোকাল শাওন আহমেদ সোহাগ, অবস্থা (পরিবেশ) কানিজ শাইমা আখি, শাহিন প্লাজেন্ডার) ইসলাম শেখ, এডমিন ও ফায়েন্স শক্তি অমিও কুমার মন্ডল সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
২২ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে