একটি জাতিকে সাফল্যের দিকে ধাবিত করতে মানুষের আত্মসম্মানবোধ বৃদ্ধি সবার আগে প্রয়োজন। আত্মসম্মানবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটা বিষয়। তাই বলে ব্যর্থ বা অসফল হলেই আত্মসম্মান নষ্ট হয়ে গেছে- এ রকম চিন্তা করাটা বেমানান।
আত্মসম্মানবোধ আমাদের একটি সুশৃঙ্খল বেড়াজালে আবদ্ধ করে। নিজের সম্মান রক্ষা করতে শেখায়। জীবনের লড়াইয়ে একদিন আমাদের সাফল্য আসবে আরেকদিন রবে ব্যর্থতায়। ব্যর্থতার দিনে নিজের আত্মসম্মানবোধ পুড়িয়ে খাওয়া কোনো কাজের কথা নয়।
ব্যর্থ হলেই ‘সব শেষ’ এমনটা ভাবা ঠিক নয়। আমাদের দেশে শতভাগ সফল হতে না পারলে লজ্জা পাওয়ার প্রশ্ন ওঠে, আত্মসম্মান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়; তাই এখানে কেউ ব্যর্থ হতে চায় না। সবাই অন্যায়ভাবে, টাকা দিয়ে, দুর্নীতি করে যেভাবেই হোক সফল হতে মরিয়া হয়ে ওঠে।
মানুষ অনন্তকালের যাত্রায় চলে যায়। এই ক্ষুদ্র পৃথিবীতে রেখে যায় তার অর্জিত সম্মান। মানবজাতির উচিৎ অর্থসম্পদের প্রতিযোগিতা না করে, প্রতিযোগিতা করা সম্মান অর্জনের। যে যত সম্মান অর্জন করে এই পৃথিবী থেকে বিদায় নিবে সে তত সফল। দিন শেষে আমরা আমাদের সঙ্গী হিসেবে পাই আমাদের ভালো ও মন্দ কাজ। তাই পৃথিবীর বুকে অমর হয়ে থাকতে প্রয়োজন আত্মসম্মানের প্রতিযোগিতা।
জাতি হিসেবে যখন আমরা সম্মান অর্জনের প্রতিযোগিতায় উপবিষ্ট হবো, তখন সৎ কর্ম করার একটি মানুষিকতা আমাদের মাঝে তৈরি হবে। তবে লক্ষ্য রাখতে হবে, এই আত্মসম্মান বৃদ্ধির কর্মযজ্ঞে যেনো লোক দেখানো মন-মানুষিকতা না চলে আসে।
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ ঘন্টা ১১ মিনিট আগে
১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১১ ঘন্টা ৪৭ মিনিট আগে