নওগাঁ নিয়ামতপুরে শালবাড়ি ও ঘোলকুড়ি তরুন সংঘের উদ্দগে ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ ফুটবল খেলা অনুষ্টিত হয়েছে
এ খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন , উপজেলা ২বারের সফল চেয়ারম্যান জনাব ফরিদ আহমেদ, সভাপতিত্ব করেন ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজাহারুল ইসলাম বুলু প্যানেল চেয়ারম্যান নওগাঁ জেলা পরিষদ ও সভাপতি ৭নং ইউনিয়ন, জনাব, মোঃ রায়হান কবির রাজু উপজেলা নবনির্বাচিত ভাইস - চেয়ারম্যান,। জনাব মোসাঃ নাজমিন আরা-উপজেলা নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান,এ ছাড়া ও উপস্থিত ছিলেন জনাব মো আমিন ইসলাম মোঃ আঃ আলিম- বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব তপন কুমার-সভাপতি,শালবাড়ী উচ্চ বিদ্যালয়, এ ছাড়া উপস্থিত ছিলেন ত্রিয়োটিভ কম্পিটারার প্রশিক্ষণের মহাপরিচালক রুদ্র ও অনান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ মোট ৮ দলের খেলা অনুষ্ঠিত হয়,
খেলায় উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশ গ্রহন করেন কাজিম আইসক্রিম ফুটবল একাদশ বনাম নিয়ামতপুর ফুটবল একাদশ এতে কাজিম আইসক্রিম ১-০ গোলে বিজয়ী লাভ করেন।২য় ম্যাচে বালাতৈড় ফুটবল একাদশ বনাম দেশ ভাটা ফুটবল একাদশ এর মধ্যে বালাতৈড় ফুটবল একাদশ ১-০ গোলে বিজয়ী হন।৩য় ম্যাচে নবিনগর ফুটবল একাদশ বনাম সাদাপুর ফুটবল একাদশ এর মধ্যে নবিনগর ফুটবল একাদশ ২-০ গোলে বিজয়ী হন।
৪ র্থ ম্যাচে বালাহৈর ফুটবল একাদশ বনাম নাকোইল ফুটবল একাদশ এর মধ্যে বালাহৈর ফুটবল একাদশ ৪-৩ গোলে বিজয়ী হন। কমিটি কর্তৃক নির্ধারিত ছক দেয়া ছিলো সেমিফাইনালের ক্ষেত্রে ১ম ম্যাচের বিজয়ী দল বনাম ২য় ম্যাচ বিজয়ী দল এবং ৩য় ম্যাচ বিজয়ী দল বনাম ৪র্থ ম্যাচ বিজয়ী দল সে নিয়ম অনুসারে ১ম সেমিফাইনালে কাজিম আইসক্রিম ফুটবল একাদশ বনাম বালাতৈড় ফুটবল একাদশ এর মধ্যে কাজিম আইসক্রিম ফুটবল একাদশ ৩-১ গোলে ফাইনালে উঠার সৌভাগ্য লাভ করেন। ২য় সেমিফাইনালে নবিনগর ফুটবল একাদশ বনাম নবিনগর ফুটবল একাদশ ৪-৩ গোলে ফাইনালে উঠার সৌভাগ্য লাভ করেন।ফাইনাল গিয়ে বাঘ আর সিংহের লড়ায়ে কাজিম আইসক্রিম ফুটবল একাদশ ১-০ গোলে নবিনগর ফুটবল একাদশ কে পরাজিত করে ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ এর চ্যম্পিয়ন হন।
৪৮ মিনিট আগে
১ ঘন্টা ১১ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে