শ্যামনগর গাবুরায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯নং সোরা গ্রামের দৃষ্টিনন্দন সংলগ্ন খোলপেটুয়া নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।
শনিবার (২২ জুন) বিকাল ৪.০০ টার সময় নদীর প্রবল স্রোতে হঠাৎ ভাঙন শুরু হয়। মুহুর্তে পাউবোর বেঁড়ীবাঁধের একাংশ ২০ মিটার ব্যাপী নদীগর্ভে বিলিন হয়ে যায়।
গাবুরা ইউনিয়নে হাজার কোটি টাকার মেগা প্রকল্প চলমান থাকলেও ভাঙনকৃত এলাকায় আজও পর্যন্ত মেগা প্রকল্পটির কাজ শুরু হয়নি। গাবুরা ইউনিয়নে ৪৭টি প্যাকেজের মাধ্যমে চলছে মেগা প্রকল্পের কাজ। ৯নং সোরা এলাকায় ২৬ নং প্যাকেজের কাজ এখনও চালু না করায় এভাবে বাঁধ ভেঙে যাচ্ছে বলে স্থানীয়রা জানান।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম সন্ধায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বর মুনজুর হোসেন জানান বিকালের দিকে হঠাৎ ওই স্থানে ভাঙন শুরু হয়। ভাঙনের কবলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বাঁধের এক অংশ নদীতে ধ্বসে পড়ে। যেকোন মুহুর্তে সমগ্র বাঁধ ভেঙ্গে লোনা পানিতে একাকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন বর্তমানে জোয়ারের যে উচ্চতা তাতে সমগ্র গাবুরা প্লাবিত হতে পারে।
স্থানীয় কবির গাজী, আব্দুর রউফ মালী ও আক্তার সহ অনেকে বলেন, জরুরীভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে বেড়িবাঁধ নদী ভাঙ্গনে চলে যাবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ১৫নং পোল্ডারে দায়িত্বরত সেকশন অফিসার (এসও) সাজ্জাদ হোসেন বলেন শনিবার বিকালে গাবুরা ৯নং মালিবাড়ি সংলগ্ন বেড়িবাঁধে হঠাৎ নদী ভাঙনে বাঁধের কিছু অংশ ভেঙে গেছে।তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন জরুরী ভাবে বস্তা ফেলানোর কাজ চলমান রয়েছে।
ছবি-শ্যামনগর গাবুরার বেড়ী বাঁধের ভাঙনকৃত স্থান।
১১ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৫ ঘন্টা ২৭ মিনিট আগে