বগুড়ার আদমদীঘিতে চোরাই একটি মোটরসাইকেলসহ ফজলু আকন্দ (৪০) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৪ জুন) রাতে উপজেলার বড়-অখিড়া গ্রামের মসজিদের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলু আকন্দ বড়-আখিড়া মন্ডলপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানায়, গত সোমবার রাত সাড়ে ৯টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া গ্রামে ফজলু আকন্দ নামের ওই ব্যক্তি রাস্তার পাশে ফাঁকা একটি স্থানে চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ফজলু আকন্দকে গ্রেফতার ও তার হেফাজত থেকে পুরাতন প্রায় ৯০ হাজার টাকা মূল্যের চোরাই একটি রেজিস্ট্রেশন নিহীন ডিসকোভার ১২৫ সিসি লাল কালো রংয়ের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে