ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা শাখা সংসদের সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যকে সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে জখম করায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে ৩ জুলাই বুধবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সুশাসনের জন্য নাগরিক সুজন সাতক্ষীরার সভাপতি সুভাস সরকার, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এবং চ্যানেল আই এর জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, উদীচী সাতক্ষীরার সহ সভাপতি বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উদীচীর সদস্য শেখ মোসফিকুর রহমান মিল্টন, উদীচী সাতক্ষীরার সহ সভাপতি ও সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, নির্বাহী সদস্য কবি সালেহা আক্তার, সহ সভাপতি কন্ঠশিল্পী চৈতালি মুখার্জী,শেখ মনিরুল ইসলাম, কবি মুন্না, শেখ রোকনুজ্জামান, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল, সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর, রহমান,আদিত্য মল্লিক, ভুমিহীন নেতা কাউছার আলি, আব্দুস সামাদ প্রমুখ।
বক্তারা বলেন আলমগীর অরণ্য একজন,সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব।তিনি শৈলকুপা রিপোটার্স ইউনিটের সভাপতি, তার মত একজন প্রগতিশীল চিন্তার মানুষকে বর্বরোচিতভাবে কুপিয়ে জখম যারা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবী জানান।
৩৭ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে
২ ঘন্টা ৩৭ মিনিট আগে