চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

কলিয়ারচরে ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা

কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করা শিক্ষার্থীরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কথায় ক্লাস বর্জন প্রত্যাহার করে ক্লাসে ফিরেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২২আগস্ট) দুপুরে ক্লাসে ফিরে যায় সকল শিক্ষার্থী।

এর আগে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা’র আমন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুলিয়ারচর উপজেলা সমন্বয়ক (প্রতিনিধি) আব্দুল হাসিব, ফয়সাল আহমেদ রাজিব, ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম, মাজেদুল ইসলাম সিফাত ও আহমেদ সিফাত সহ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফ, জিদান ও সুফিয়ান আলোচনায় বসেন।আলোচনায় আরো অংশগ্রহণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মেজর সাজ্জাদুর রহমান ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।

দীর্ঘ ১ঘন্টা আলোচনার পর উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কথায় ছাত্ররা ক্লাস বর্জন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাদের এক দফা দাবী বলবৎ রাখেন।

উল্লেখ্য, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের বিরুদ্ধে অতিরিক্ত ফ্রি আদায়, নিয়োগ-বাণিজ্য, অর্থনৈতিক অনিয়ম, বিভিন্ন দুর্নীতি ও বিদ্যালয়ের পাশে ব্যক্তি মালিকানায় একাধিক বিদ্যালয় নির্মানসহ অসংখ্য অভিযোগ এনে গত ২০ আগস্ট মঙ্গলবার সকালে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাথে জড়ো হয়ে প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের পদত্যাগের জন্য এক দফা “পদত্যাগ” দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে ২৪ ঘন্টার মধ্যে স্ব-ইচ্ছায় পদত্যাগ করার আল্টিমেটাম দিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাদের একদফা দাবি পেশ করেন। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ওই প্রধান শিক্ষক পদত্যাগ না করায় গত ২১ আগস্ট বুধবার এক প্রেস ব্রিফিং করে ওই প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ওইদিন প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক কর্তৃক কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের দুর্নীতি ও অবৈধ টাকায় বিদ্যালয়ের পাশে অবৈধ ভাবে গড়ে তুলা কুলিয়ারচর আইডিয়াল এস.এইচ স্কুল অবরোধ করে তালা ঝুলিয়ে দেয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা।

বিষয়টি প্রশাসনের নজরে আসলে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি দল ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক  (প্রতিনিধি) দলের সদস্যরা বলেন, সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের লেখা পড়ার স্বার্থে ক্লাস বর্জন প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছে। তবে প্রধান শিক্ষকের অফিস রুমে তালা লাগানো থাকবে। পদত্যাগের একদফা দাবী বলবৎ থাকবে। অভিযুক্ত প্রধান শিক্ষক নিজেকে নির্দোষ প্রমাণ করতে বিদ্যালয়ে আসতে পারবে। তবে কোন ক্লাস নিতে পারবেনা এবং কোন দ্বায়িত্ব পালন করতে পারবেনা।

প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবী করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসব অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেনা।

আরও খবর