মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা সীমান্তে বিজিবির অভিযানে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) প্রথম প্রহর রাত ১টা ১৫ মিনিটের দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঐ অভিযান পরিচালনা করেন। এসময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসলে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি বলে জানায় বিজিবি।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশ সীমান্তে প্রবেশ এবং অবৈধ মালামাল পাচার করবে এরূপ গোপন সংবাদের প্রেক্ষিতে গত ২৪ আগস্ট সকাল তারিখ ১১০০ ঘটিকা হতে ব্যাটালিয়ান সদরের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৪ এর বিপরীতে তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নটিজঙ্গল নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে গোপনে অবস্থান করে। পরবর্তীতে ২৫ আগস্ট প্রথম প্রহর রাত ১টা ১৫ মিনিটের দিকে ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।
এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শণ করে অগ্রসর হতে থাকলে বিজিবি টহলদল প্রাথমিক সতর্কতা হিসাবে ২-৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতেও ভারতীয় চোরাকারবারীরা নিবৃত না হয়ে বরং আক্রমণাত্মক থেকে দূর থেকে ধারালো দেশীয় অস্ত্র (ম্যাসাটে/দা) নিক্ষেপ করলে বিজিবি টহল দল আত্মরক্ষার্থে চোরাকারবারীদের সন্নিকট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি নিক্ষেপ করলে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে স্থানীয় ঘন বাগানে অদৃশ্য হয়ে যায়। উক্ত ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।
পরবর্তীতে আভিযানিক দল ঘটনাস্থল তল্লাসী চালিয়ে চোরাকারবারী দল কর্তৃক ফেলে যাওয়া ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেন।
আটককৃত দ্রব্যসামগ্রীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।
৩৪ মিনিট আগে
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ ঘন্টা ৩৫ মিনিট আগে