মৌলভীবাজারে হঠাৎ ভয়ানক বন্যায় টানা ছয়দিন ধরে কমলগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলার বানভাসি মানুষেরা অবর্ণনীয় দুঃখ-কষ্টে দিনাতিপাত করছেন।অধিকাংশই নিত্য অনাহারে-অর্ধাহারে দিশেহারা।
এমন পরিস্থিতিতে বানভাসি মানুষের মাঝে 'ভালোবাসা বিতরণ' করেছে 'ওয়ার্কিং ফর হিউম্যানিটি' নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন।
সোমবার (২৭ আগস্ট) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কুরমাঘাট এলাকা, গুলের হাওর এবং আদমপুর ইউনিয়নের তিলকপুরসহ বিভিন্ন প্রত্যন্ত গ্রামের বানভাসি মানুষের মাঝে ত্রাণ তুলে দেন ওয়ার্কিং ফর হিউম্যানিটির নেতৃবৃন্দ।
ওয়ার্কিং ফর হিউম্যানিটির ফাউন্ডার, বরুণার মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদীর সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণে অংশ নেন বরেণ্য আলেম মাওলানা নূরুল মুত্তাকীন জুনাইদ সাহেবজাদায়ে শায়খে মাধবপুরী রহ., বরুণা মাদরাসার মুহাদ্দিস ক্বারী মাওলানা ক্বারী হিলাল আহমদ, আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া তফাদার, বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা আহমদ জুবায়ের জুয়েল, মুফতি আব্দুল বারী খুবায়েব, মুফতি আইন উদ্দীন আল আজাদ, মুফতি জাহাঙ্গীর, হাফিজ সফিক আহমদ প্রমুখ।
ওয়ার্কিং ফর হিউম্যানিটির মূল উদ্যোক্তা মাওলানা শেখ নূরে আলম হামিদী দৈনিক দেশচিত্রকে বলেন, ওয়ার্কিং ফর হিউম্যানিটি উদ্যোগ নিয়েছিলে বানভাসিদের পাশে দাঁড়াতে। এই উদ্যোগে দেশ-বিদেশ থেকে অনেকেই অনুদান দিয়ে শরীক হয়েছেন। আমরা সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ধলই-কুরমাঘাট এলাকার দুর্দশাগ্রস্থ বানভাসিদের সামান্য উপহার দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আল্লাহর শোকরিয়া আদায় করছি। যারা যেভাবে অংশ নিয়েছেন সবার প্রতি দোয়া রইলো।
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯ ঘন্টা ১০ মিনিট আগে
২০ ঘন্টা ২৩ মিনিট আগে