মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদীর একান্ত ব্যক্তিগত সচিব (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র ভারতে পলায়নকালে সাতক্ষীরার ভোমরা থেকে বিজিবির হাতে আটক হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) বিকাল ৩টা ৪০মিনিটের দিকে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে ভারতে গমনকালে চঞ্চল কুমার মিত্রকে আটক করে বিজিবি সদস্যরা। তিনি খুলনার রূপসা থানার তিলক গ্রামের সাধন কুমার মিত্রের ছেলে এবং খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদীর একান্ত সচিব (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মোঃ আশরাফুল হক ( পিবিজিএম, পিএসসি, জি )।
তিনি জানান, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শিদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অর্থ আত্মসাতের মামলার অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সাবেক এমপি সালাম মুর্শিদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মোঃ আশরাফুল হক আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
৩৭ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে
২ ঘন্টা ৩৭ মিনিট আগে