মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
পুলিশ রাজীবুল্লাহ রাজু নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বুধবার ২৮ আগষ্ট সন্ধ্যায় সাতক্ষীরা শহরের মাষ্টারপাড়ার মিজানুর রহমানের বাড়ির এক ভাড়াটিয়ার ঘর থেকে এ লাশ উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির দুই নারী ভাড়াটিয়াকে আটক করেছে।
মৃত রাজীবুল্লাহ রাজু (৪০) সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার মৃত আব্দুল আজিজের ছেলে।
আটককৃতরা হলেন, আনছার আলী সরদারের মেয়ে মীরা বেগম ও হাসান গাজীর মেয়ে তানিয়া খাতুন।
সাতক্ষীরা শহরের মুনজিতপুরের রউফ আহম্মেদ এর ছেলে তহিদুর রহমান জানান, তার ভাগ্নে রাজিবুল্লাহ রাজু এসিআই কোম্পানীতে কাজ করে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সে মাষ্টারপাড়ার মিজানুর রহমানের বাড়ির দোতলার ভাড়াটিয়া মীরা বেগমের বাসায় যায়। বিকেল চারটার দিকে সে হঠাৎ করে মারা গেলে মীরা বেগম তার ভাগ্নে বউ সাবিনা খাতুনকে ফোন করে বিষয়টি অবহিত করেন। ঘটনাস্থলে যেয়ে সাবিনা তার স্বামী রাজীবুল্লাহকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান। তবে রাজীবুল্লার কাছে লক্ষাধিক টাকা ছিল বলে জানা গেছে। তবে এটাকে স্বাভাবিক মৃত্যু বলে তিনি মনে করেন না।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় কাটিয়া মাষ্টারপাড়া থেকে রাজীবুল্লার লাশ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার ভাড়াটিয়া তানিয়া খাতুন ও মীরা বেগমকে আটক করা হয়েছে।
৩২ মিনিট আগে
১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে