কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌ রুটে ভাড়া কমানোসহ ৬দফা দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনের দাবিতে অস্থায়ীভাবে স্পিডবোট ভাড়া ১২০থেকে জনপ্রতি ৮০ টাকা এবং ডেনিস বোট ভাড়া ৪০থেকে জনপ্রতি ৩০ টাকা নির্ধারণ করে ঘোষনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়াও অন্যান্য দাবিগুলো নতুন জেলা প্রশাসক যোগ দিলে বাস্তবায়নের ঘোষণা দেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা।
কুতুবদিয়া-মগনামা নৌপথে অনিয়ম, হয়রানি, দুর্নীতি, নৈরাজ্য ও লুটপাট বন্ধসহ ৬ দফা দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কুতুবদিয়া ছাত্র-জনতা। দুপুরে শহরের ঘুনগাছ তলায় কুতুবদিয়ার কয়েক শতাধিক ছাত্র-জনতা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্লেকার্ড হাতে এ মানববন্ধন করেন।এসময় ওই এলাকায় ঘণ্টা দেড়েক যানবাহন চলাচল বন্ধ থাকে।যা শেষ পর্যন্ত প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে সমাপ্ত হয়।পরে, আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজ এর সাথে বৈঠকের অংশ নেন ছাত্র প্রতিনিধিরা। চার ঘণ্টা বৈঠকের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অস্থায়ী ভাবে এই ভাড়া কমানোর ঘোষনা দেন।
ছাত্র-জনতা প্রশাসনের ভাড়া কমানোর সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে আরোও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।এতে, ৬ দফা দাবিগুলো হলো,ঘাটে টিকিট সিস্টেম চালু করতে হবে এবং ওই এক টিকিটের মাধ্যমে কুতুবদিয়া মগনামা পারাপারের ব্যবস্থা করতে হবে। জেটি ভাড়ার নামে দুইদিকে অতিরিক্ত ৫+৫ টাকা বাদ দিতে হবে। তাছাড়াও ঘাটের সকল কর্মকাণ্ড সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখতে হবে। প্রত্যেক বোট চালকদের ছবি সংবলিত পরিচয়পত্র পরিধান এবং বোটের নাম্বার স্থাপন করতে হবে। কোস্টগার্ড ও নৌবাহিনী কর্তৃক তদারকি করতে হবে। ঘাট ইজারাদারদের ছবিসহ কতৃপক্ষের নির্ধারিত পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রকাশ করতে হবে ও মালামাল বহনকারী যাত্রীদের রশিদ প্রদান করতে হবে মূল্য তালিকা সকল জেটিতে নির্দিষ্ট স্থানে জনগণের দৃষ্টিগোচর হয় মতো জায়গায় টাঙ্গিয়ে রাখতে হবে। গাম বোট ভাড়া জনপ্রতি ২৫ টাকা এবং স্পীড বোট ভাড়া ৭০ টাকা করতে হবে ও প্রতি ৩০ মিনিট পরপর বোট অবশ্যই ছাড়তে হবে। জ্বালানি দ্রব্যের হ্রাস-বৃদ্ধির সাথে সমন্বয় করতে হবে। গাম বোটে ৪০ জন ও স্পিডবোটে ধারণক্ষমতার বেশী যাত্রী নেওয়া যাবে না। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত সার্বক্ষণিক বোট চালু রাখতে হবে। এছাড়া প্রতিটি বোটে সবার জন্য লাইফ জ্যাকেটসহ অন্যান্য নিরাপত্তা সামগ্রী রাখতে হবে।রিজার্ভ ভাড়া: ছোট স্পিড বোট ৫০০ টাকা বড় স্পিড বোট ৭০০ টাকা ডেনিস বোট ৯০০ টাকা একজন যাত্রী সর্বোচ্চ ২০ কেজি পণ্য কোন ধরনের ভাড়া ছাড়া বহন করতে পারবে। ফিটনেসবিহীন বোট নৌপথ থেকে তুলে ফেলতে হবে এবং ঘাটের ছাত্রী চাউনি ও গণশৌচাগার পরিচ্ছন্ন রাখতে হবে। মালামাল রাখার নির্দিষ্ট প্লাটফর্ম ছাড়া অন্য কোথাও মালামাল রাখা যাবে না। রাতের বেলা ঘাটে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে।রোগী এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। ব্যবসায়ী, প্রবাসী এবং বরযাত্রীদের অতিরিক্ত ভাড়ার নামে হয়রানি বন্ধ করতে হবে। ঘাটের সাথে সংশ্লিষ্ট লোকদের আচরণ মার্জিত করতে হবে।আগামী বছর ইজারা প্রথা বন্ধের সকল ব্যবস্থা কতৃপক্ষকে (প্রশাসনকে) গ্রহণ করতে হবে।
ছাত্রদের আন্দোলন সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম,সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খাঁন। ছাত্রদের মধ্যে আসিফ আদনান,রায়হান সোবহান ইমন,কাজী তাহমিদ,রিদুয়ানুজ্জামান হেলালী,ইমতিয়াছ উদ্দীন জিল্লু, শাকিল, জুয়েল, তারেকসহ উপজেলার আরোও কয়েক শতাধিক ছাত্র জনতা অংশ নেয়।উল্লেখ্য,নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করার ৭ কার্যদিবসের মধ্যে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত হয় । সেখানে কুতুবদিয়া ও পেকুয়া ইউএনও এবং ৫জন ছাত্র প্রতিনিধি এবং ইজারাদারদের মিলে একটি কমিটি গঠনসহ মাঠপর্যায়ে মোট খরচের উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হবে,পরবর্তীতে উক্ত ভাড়া চলমান থাকবে বলে জানা যায়।
১৩ মিনিট আগে
১ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ ঘন্টা ১১ মিনিট আগে