টাঙ্গাইলে নিজ এলাকায় যথাযোগ্য মর্যাদায় সমাহিত হলেন দুষ্কৃতিকারীদের হাতে নিহত সেনা কর্মকর্তা শহীদ তানজিম ছরোয়ার নির্জন।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) মঙ্গলবার ১২:৪০ ঘটিকায় জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ১:১০ ঘটিকায় উক্ত অফিসারের মৃতদেহ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে, দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর নিজ গ্রাম টাঙ্গাইলের বোয়ালী জামে মসজিদ মাঠে জানাযা শেষে স্থানীয় বোয়ালী কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শোকাহত মুসল্লীসহ নিহত নির্জনের বাবা সরোয়ার জাহান,ভগ্নিপতি সম্রাট ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসীহুর সহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা।বোয়ালী কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে দাফন করা হয় ও তাঁর পরিবারের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা সম্মান পূর্বক প্রদান করা হয়।
মেজর জেনারেল মাসীহুর রহমান বলেন,আমরা সেনাবাহিনী খুবই মর্মাহত আমাদের একজন সহকর্মীকে হারিয়ে। আমরা তাঁর পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। বাংলাদেশ আইন অনুযায়ী আসামীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।
উল্লেখ্য,কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার রাত আনুমানিক ০৩: ০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকোরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে। আনুমানিক ০৪:০০ ঘটিকায় মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণা করা হয়।
১২ ঘন্টা ১ মিনিট আগে
১২ ঘন্টা ৯ মিনিট আগে
১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ ঘন্টা ১ মিনিট আগে
১৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৫২ মিনিট আগে