মনের অজান্তে ট্রেনে চড়ে চলে গেলে ঢাকায় -ফাইল ছবি শিশু তাহসিন।
কক্সবাজারের কুতুবদিয়ার শিশু তাহসিন(১১) চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে মনের অজান্তে স্বপ্নের ট্রেনে উঠে পড়ে। ট্রেনটি কোথায় যাবে সে জানে না। গাড়ি চলে আর দৃশ্য দেখে যেতে যেতেই শেষ গন্তব্য কমলাপুর রেলস্টেশনে পৌছে যায় ট্রেনটি। স্টেশনে সব যাত্রী নেমে গেলেও সে ট্রেনে থেকে নামে নাই। ট্রেনের লোকজন শিশুটির পরিচয় জানতে চাইলে কিছুই বলতে পারে না। ট্রেনের লোকজন কমলাপুর রেলস্টেশন কতৃপক্ষের নিকট শিশুটি বুঝিয়ে দেন। তাৎক্ষনিক তার পরিচয় জানতে না পারায় রেল কতৃপক্ষ নিরুপায় হয়ে তাকে ঢাকাস্থ মুগদা এলাকায় একটি শিশু সেইভ হোমে পাঠিয়ে দেন। তাহসিনের থাকা খাওয়া সব আরাম আয়াশে চলছে। এদিকে তার মা বাপ আত্নীয়স্বজন খোঁজ নিতে নিতে পাগলের মতো হয়ে গেছে।
জানা যায়, বিগত এক মাস পূর্বে তাহসিন তার নানার বাড়ি চকরিয়ায় বেড়াতে যায়। নানার বাড়ি থেকে ট্রেন স্টেশন দেখতে গিয়ে পর্যটন নগরী কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চকরিয়া স্টেশনে থামলে তাহসিন দেখার জন্য ট্রেনে উঠে। এ অবস্থায় ট্রেনটি ছেড়ে দেয়। সে ভয়ে কাউকে কিছু বলেনি। তাহসিনের সন্ধানের জন্য সেইভ হোম থেকে তার ছবি সামাজিক যোগাযোগ গনমাধ্যম ফেসবুকে প্রকাশ করে। তারপর তাহসিনের পরিচয় জানা গেল।
সে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের করলাপাড়া গ্রামের মোহাম্মদ আতিকের পুত্র।
১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ ঘন্টা ৩২ মিনিট আগে