অতিবৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্লাবিত নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত খাদ্যসামগ্রী উপজেলার সদর ইউনিয়নের প্রতাবনগর, কাংশা ইউনিয়নের হালচাটি ও উত্তর গান্ধিগাঁও এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল নিজ হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ কাংশা ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ পর্যন্ত ২২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘বন্যাকবলিতদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। বন্যা শুরুর দিন থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।’
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে