শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ অক্টোবর বুধবার দুপুরে গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের কারিগরি সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিতরণ অনুষ্ঠানে গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও লেমন মানখিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিতাস সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মি. দুলেন আরেং। এছাড়াও বিতরণ কার্যক্রমে আরও বক্তব্য রাখেন, কারিতাসের টিম লিডার জানিয়েল রিতু স্নাল, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিনসহ ইউপি সদস্যগণ। এসময় স্টার্ট ফান্ড বাংলাদেশ ও কারিতাসের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে গৌরীপুর ইউনিয়নের ২৬৫ জন পরিবারকে শর্তহীন নগদ ৬ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ঢাকনাসহ বালতি ১টি, প্লাস্টিকের মগ (১.৫ লিটার) ১টি, গোসলের সাবান (১৫০ গ্রাম) ২টি, ডিটারজেন্ট পাউডার (৫০০ গ্রাম) ২ প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন ১ প্যাকেট এবং ওআরএস ৫টি।
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে