ভালোবাসা একটা চিরস্থায়ী অনুভূতি। ভালোবাসতে কী রূপ না গুন লাগে। ভালোবাসার কোন অর্থ হয়না। একটা মায়া মায়া থেকে জন্মায় ভালোবাসায় যার বিশালতা সীমাহীন।
ভালোবাসা হয় মনের মিলনে। নয় সুন্দর চেহারা বা রুপ। কে কখন কাকে ভালোবেসে ফেলে সে নিজেও জানেনা। বুঝতেও পারেনা। একজন মানুষ মানুষের মনে কখন কীভাবে প্রবেশ করে পুরো যায়গা দখল করে নেয় তা সে নিজেও জানেনা।
তবে কথা হচ্ছে অন্যর মন দখল করে আমরা অন্যকেই কষ্ট দেই নিজেরা ভালো থাকি। আমারা একবারের জন্য বুঝিনা বীপরিত মানুষটা আমাদের জন্য তীলে তীলে শেষ হয়।
ভালোবাসা পাপ নয় নয় অপরাধ। ভালো বাসা কেউ হাজার আর্তনাদেও পায়না আবার কেউ না চাইতেই পায়।
ভালোবাসা পাওয়ার ভাগ্য তো সবার হয়না। কারন আমাদের হৃদয় হচ্ছে এখন ধীরে ধীরে কংক্রিট। আমরা এখন মন দিয়ে ভালোবাসিনা বিচার করিনা। অর্থ রূপ গুন দিয়েই বিচার করি।
তবে এখনো কিছু মানুষ আছেন যারা এখন ৯০ দশকের মত প্রেম খুঁজে বেরায়।যারা খুঁজে সেই একজন মানুস শূণ্য হাতে হাত ধরে একসাতে মৃত্যু অব্দি কাটাবে। সুখ দুঃখ কে সমান ভাগে ভাগ করবে।
৭ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে