শেরপুর জেলার ঝিনাইগাতীতে শিকড় ঝিনাইগাতী, শেরপুর অফিসার্স ফোরাম, আই.সি.ডি.ডি.আর.বি ঢাকা ও ইউএসএআইডির আয়োজনে ফ্রি হেল্থ ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। “পারস্পরিক সহযোগিতা উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই, আলোকিত করি”-এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে ২০ অক্টোবর রবিবার দিনব্যাপী ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২ হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়ালের সার্বিক তত্ত্বাবধানে শিকড় ঝিনাইগাতীর সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ও জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাইফুল আমিন মুক্তা, শিকড় ঝিনাইগাতীর সমাজকল্যাণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. আব্দুল করিমসহ ২৩ জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। ফ্রি হেল্থ কার্যক্রম পরিদর্শন করেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। উল্লেখ্য, গত ৪ অক্টোবর ২০২৪ ঝিনাইগাতীতে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে বন্যাজনিত কারণে বিভিন্ন রোগবালাই মানুষের মধ্যে দেখা দেয়। এরই অংশ হিসেবে বৃহৎ এ কার্যক্রম হাতে নেয় সংগঠনগুলো।
১ ঘন্টা ১৩ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে