বগুড়ার আদমদীঘিতে পূর্বশত্রুতার জেরধরে জমিজমা দখলের চেষ্টায় প্রতিপক্ষরা বেআইনী জনতা দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটে জখম করার অভিযোগে ভাই ভাবিসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৯ অক্টোবর আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের রেজানুর রহমান বাদি হয়ে তার ভাই আইনুল ইসলাম (৪২), মোস্তাকিম জাহিদ নাইম (২৩), আহাদ আলী (৪৫), আল মাহমুদ (৪৬) তার স্ত্রী লাভলী বেগম (৪০)সহ ছয় জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে মামলা দায়েরের দুই দিন অতিবাহিত হলেও এখনো কোন আসামি গ্রেফতার হয়নি।
মামলা সূত্রে জানাযায়, আদমদীঘির কুন্দগ্রাম উত্তরপাড়ার কোরবান আলীর ছেলে রেজানুর রহমানের সাথে বিবাদী তার ভাই আইনুল ইসলামের জমিজমা দখলের চেষ্টায় বিরোধ চলছিল। গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বশত্রুতার জেরধরে আসামিরা রেজানুর রহমানের বাড়িতে অনাধিকারে প্রবেশ করে বেআইনী জনতা দলবদ্ধ হয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মামলার বাদি রেজানুর রহমানকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে মারপিটে রক্তাক্ত জখম করে আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এঘটনায় আহত রেজানুর রহমান বাদি হয়ে তার ভাই ভাবিসহ ছয় জনকে আসামি করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এ রির্পোট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতার তৎপরতা চলছে।