বগুড়ার আদমদীঘিতে নেশা জাতীয় ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার মুরইল বাজার এলাকায় কাঠ বাগান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের মুরইল তালুকদার পাড়ার আল মাবুদের ছেলে আল সাফা (১৯) ও মুরইল ঈদগাহপাড়ার মোক্তব আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার রাত ৮টার দিকে আদমদীঘির মুরইল বাজারের মসজিদের উত্তর পার্শে¦ কাঠ বাগানে মাদক ক্রয় বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করে তল্লাশী করা কালে তাদের কাছ থেকে নেশা জাতীয় ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ আল সাফা ও রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত দুই জনকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ২০ মিনিট আগে