সাতক্ষীরায় সিসিডিবি’র ইয়ুথ প্রকল্পের উদ্যোগে ওস্তাদ ও বেকার যুব যুবতীদের পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজার এলাকায় বেসরকারী সংস্থা সিসিডিবির আয়োজনে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের ২য় বর্ষের দিনব্যাপী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইকরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, মৃত্যুঞ্জয় রায়সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, দিনে দিনে দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, যার অন্যতম প্রধান কারণ যুব শক্তির কারিগরী দক্ষতা না থাকা। বেকার সমস্যা সমাধান কল্পে কারিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নাই। বেকার সমস্যা সমাধানে বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এছাড়া সিসিডিবি’কে বেকার সমাজের উন্নতি কল্পে এ ধরনের প্রকল্প গ্রহনের জন্য ধন্যবাদ তিনি।
প্রসঙ্গত, প্রকল্পটি জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কারিগরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ০ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ১ মিনিট আগে
৩ ঘন্টা ৫৪ মিনিট আগে