শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের তাওয়াকুচা এলাকার পাহাড়ি ঝর্ণা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। ২৩ অক্টোবর বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অভিযান পরিচালনাকালে গুরুচরণ দুধনই গ্রামের মৃত মেহের আলীর পুত্র শামীম মিয়া (২৫) কে পাঁচ মাসের জেল দেওয়া হয় এবং বালু উত্তোলনের ১৭টি শ্যালো মেশিন অকেজো করা হয় ও ৬০০ ফিট পাইপ ধ্বংস করা হয়। উল্লেখ্য, স্থানীয় কিছু বালুদস্যুরা প্রভাবশালীদের ছত্রছায়ায় বেশ কিছুদিন যাবৎ গারো পাহাড়ের তাওয়াকুচা, গজনী, হালচাটি, বাকাকুড়া, গান্ধিগাঁও এলাকাসহ বিভিন্ন স্থান থেকে গজারি বাগানের পাহাড় ধ্বংস করে পাহাড়ি নদী-ঝর্ণা থেকে বেশ কিছুদিন যাবৎ অবাধে পাথর ও বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি বনাঞ্চলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে