সাতক্ষীরা সিটি কলেজের সদ্য বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ শিহাবুদ্দীনের বিরুদ্ধে প্রায় কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে নিয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মনোনীত কর্মকর্তা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুস সামাদ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা সিটি কলেজে উপস্থিত হন।
সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে তদন্ত কার্যক্রম, আর্থিক নীতিমালা এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। উপস্থিত শিক্ষকরা অধ্যক্ষের দায়িত্ব পালনকালে অর্থ বরাদ্দ, শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন প্রকল্পের তহবিল ব্যবহারে অসামঞ্জস্যের তথ্য তুলে ধরেন।
এসময়, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুস সামাদ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিবেশ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষকদের বক্তব্যের ভিত্তিতে বিস্তারিত পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
শিক্ষকরা জানান, বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন সময়ে আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে, যা শেষ পর্যন্ত তদন্তের পর্যায়ে পৌঁছেছে। তদন্ত শেষে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিলে, এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ ঘন্টা ২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৫ মিনিট আগে