সড়ক দুর্ঘটনার চারদিন পর মারা গেলেন রংপুরের পীরগাছার নাজমুল ইসলাম (৪২)। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওইদিন রাত ১১টায় তার নিজ গ্রাম অন্নদানগর ইউনিয়নের নবুপাঠান পাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নাজমুল ওই গ্রামের মৃত আবু সুফিয়ানের বড় ছেলে।
নিহতের প্রতিবেশী হৃদয় হোসেন জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) নাজমুল ও আশরাফুল দুজনে ব্যবসার উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জ (শঠিবাড়ী) এলাকায় গিয়েছিলেন এক লোকের বাড়িতে। কাজ শেষে বাড়ি ফেরার পথে মডার্ণ মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায় মোটরসাইকেল আরোহীর আশরাফুলের। এতে পিছনে থাকা নাজমুল তার বুকে মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর শনিবার মারা যান নাজমুল। অপরজন আশরাফুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয়রা। আশরাফুলের বাড়ি একই ইউনিয়নের মমিন বাজারে। তিনি ওই এলাকার এমদাদুলের ছেলে।
জীবদ্দশায় নাজমুল এক স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় মেয়ে নুসরাত জাহান নিপার বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে নুজ্জাত জাহান নুদা পড়াশোনা করছে।
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ২৭ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে