সারাদেশের ন্যায় ২৪ অক্টোবর থেকে জরায়ুমুখ ক্যানসারের টিকা কার্যক্রম শুরু হয়। এরই অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসারের টিকা গ্রহণের পর ঝিনাইগাতী উপজেলার হাসলিবাতিয়া সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের এখন চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে ২৭ অক্টোবর। এ ব্যাপারে শিক্ষার্থীরা জানায়, তারা এ টিকা গ্রহণের ১০ মিনিটের মধ্যে মাথা ঘুরানো, বমি বমি ভাব ও শরীর দুর্বল হয়ে পড়ে এবং অনেকেরই বমিও হয়। এ বিষয়ে ঝিনাইগাতী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহাকে ফোনে পাওয়া যায়নি। সে ট্রেনিং এ আছে বলে জানা যায়। টিকা গ্রহণ পদ্ধতিটি সঠিকভাবে প্রদান করতে পারেনি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে টিকা গ্রহণে আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে