জামায়াতে ইসলামি কেন্দ্রীয় নির্বাহি কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা অন্য ধর্মের কোন ক্ষতি করেনা। মুসলমানের দেশে অ-মুসলমানদের উপর কেনো অত্যাচার করা হবে। হিন্দু ভাই বোনেরা নাগরিক হিসেবে তারাও আমাদের সাথে থাকতে পারেন। আওয়ামীলীগ সরকার আমলে সবচে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত। দীর্ঘ ১৭বছর জামায়াতে ইসলামীকে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। বাংলাদেশকে যদি স্বাধীনতার চেতনায় কাঙ্খিত লক্ষ্যের দিকে নিতে হয়, তাহলে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলতে হবে। এ দেশে খুনিদের স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দর ভাবে গঠন করতে হবে। আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদমদীঘি উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা: ইউনুছ আলীর সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক, জেলা মজলিসে শুরার সদস্য মাও: মোফাজ্জল হক, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, তালোড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারী মাও: গোলাম রব্বানী, উপজেলা কর্ম পরিষদ সদস্য রমজান আলী, এমদাদুল হক, ফেরদৌস রহমান, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী কামরুজ্জামান, আদমদীঘি সদর ইউপির আমির ইদ্রিছ আলী, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্র শিবির সভাপতি আব্দুস ছালাম, এনামুল হক প্রমুখ।
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে