মহেশখালীতে টমটম গ্যারেজ ও মার্কেটে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ সরবরাহ করার অভিযোগে আরিফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় গ্যারেজ, মার্কেট ও একটি বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ও তার জব্দ করে অভিযুক্ত ব্যক্তিকে অর্থ জরিমানা করা হয়। বিষয়টি মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এসময় মহেশখালী পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসের ডিজিএম নাজমুল হাসান, মহেশখালী থানার (উপপরিদর্শক) এসআই মুহসীন, মহেশখালী থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে