কক্সবাজারে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে হোয়াইক্যং নয়াবাজারের এক মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ২৮অক্টোবর কক্সবাজার র্যাব-১৫এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউপির সরকারী কলেজ এলাকায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফের হোয়াইক্যং ইউপির নয়াবাজারের -মোহাম্মদ নুর এর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩২) কে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটক মহিলাকে তল্লাশী করে মোট ১হাজার ৮শ ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে টাকার জন্য নিজের এবং স্থানীয় মাদক কারবারীদেও মাদকের চালান বহণ করে আসছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম, সেবা) জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত মহিলা মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
২ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ ঘন্টা ৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ ঘন্টা ৪ মিনিট আগে
৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ৩২ মিনিট আগে