ডোমারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
'যেখানে অসহায় মানুষের আর্তনাদ, সেখানে সংকল্প রক্তের বন্ধন'-এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০শে অক্টোবর) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প রক্তের বন্ধনের আয়োজনে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
এসময় উপস্থিত ছিলেন, আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়াতুল আলম, সংকল্প রক্তের বন্ধনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রাজিবুল ইসলাম রাজিব, সভাপতি মোঃ শিহাব হাসান শাসন, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ ইসলাম প্রমুখ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।
সংগঠনটির দায়িত্বশীল নেতৃবৃন্দরা জানান, স্বেচ্ছাসেবী কার্যক্রমের ধারাবাহিকতায় হরিণচড়া ইউনিয়নের মতো প্রত্যেক ইউনিয়নেই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করবে সংকল্প রক্তের বন্ধন। হরিণচড়ার ক্যাম্পেইনে ৮৩৪ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।