ডিসিসি-৫ : সেমিফাইনালে জয়ী সেক্টর ইলেভেন ও কলেজপাড়া নাইট রাইডার্স
নীলফামারীর ডোমারে 'ডিসিসি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ (সিজন-৫)' এর দুই সেমিফাইনালে সেক্টর ইলেভেন ও কলেজপাড়া নাইট রাইডার্স জয়ী হয়ে মেগা ফাইনালে পরস্পরের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছে।
শনিবার (২রা নভেম্বর) বিকাল ৩টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে লিজেন্ড ওয়ারিয়র্সের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে কলেজপাড়া নাইট রাইডার্স। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে রাইডার্সদের দিপ্ত জামান।
দ্বিতীয় সেমিফাইনালের ১ম ইনিংসে সিয়াম ইসলামের ১৬ বলে ৪৪ রান, জাবির দীপনের ২০ বলে ৩৩ রান ও মোস্তাকিনের ১৩ বলে ৩০ রানে ভর করে লিজেন্ড ওয়ারিয়র্স ১৪.৪ ওভার খেলে ১৭৬ রানে অলআউট হয়। কলেজপাড়া নাইট রাইডার্সের দিপ্ত জামান ৪ উইকেট, আশিকুর ৩ উইকেট ও রাজু ২টি উইকেট সংগ্রহ করেন।
২য় ইনিংসে ১৭৭ রানের জবাবে নুর আহমেদের ২৫ বলে ৫২ রান, মিলনের ২৩ বলে অপরাজিত ৪৩ রান ও মানুর ১৭ বলে অপরাজিত ৩৭ রানে ভর করে ১৩.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে কলেজপাড়া। লিজেন্ডদের হয়ে মোস্তাকিন, শরীফ ও লাবু একটি করে উইকেট পান।
এর আগে, শুক্রবার (১লা নভেম্বর) টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে নিউ মডার্ণ জুয়েলার্সকে ৫ উইকেটে পরাজিত করে সেক্টর ইলেভেন। ম্যাচসেরা হন সেক্টর ইলেভেনের লিখন ইসলাম। ম্যাচের ১ম ইনিংসে ১৫.০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে নিউ মডার্ণ জুয়েলার্স সংগ্রহ করে ২১২ রান। জবাবে ব্যাট করতে নেমে লিখনের সেঞ্চুরিতে ১২.৪ ওভারে ৫ উইকেটে ২১৪ রান অর্জন করে জয় নিশ্চিত করে সেক্টর ইলেভেন।
জানা গেছে, আগামী ৮ই নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় একই ভেন্যুতে ডিসিসি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫'র ফাইনালে মাঠে নামবে সেক্টর ইলেভেন ও কলেজপাড়া নাইট রাইডার্স।