শেরপুর জেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে আস্থা প্রকল্পের ঝিনাইগাতী উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার ২০২৪ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আস্থা প্রকল্প শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ঝিনাইগাতী উপজেলা যুব ফোরাম ২০২৪ এর ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নানা ধরনের কাজ করে যাচ্ছে। এমনকি ঝিনাইগাতীতে আকস্মিক বন্যার সময়েও যুব ফোরাম সদস্যরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুব ফোরাম এর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, ভবিষ্যতেও যুব ফোরাম শান্তি, সম্প্রীতি বজায় রাখতে এবং যেকোনো মানবিক কাজে মানুষের পাশে থাকবে।” উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদের সঞ্চালনায় সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও যুব ফোরামের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক অধ্যাপক আবুল হাশেম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ দুদু, সদস্য রবেতা ম্রং, যুব ফোরামের সদস্য আঁখি আক্তারসহ যুব ফোরামের অন্যান্য সদস্যগণ। জানা গেছে, শেরপুর জেলায় আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়ন করছে।
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে