ডোমারে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
নীলফামারীর ডোমার উপজেলার উন্নয়ন তহবিল থেকে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ই নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকৌশলীর দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু প্রমুখ।