ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর অর্থায়নে শেরপুর ও ময়মনসিংহ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের গৃহ মেরামতের জন্য ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ২০টি পরিবারের প্রতিটি পরিবারকে টিন ক্রয়ের জন্য ১৪ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত শারমিন। দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকারের সভাপতিত্বে কারিতাস আঞ্চলিক অফিসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, এলার্ট বি০৫৮ প্রকল্পের টিম লিডার ধ্রিতু স্নাল, মাঠ কর্মকর্তা অতুল ম্রং, পিআইসি কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য স্টাফবৃন্দ।
১ ঘন্টা ১৩ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে