চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

নন্দীগ্রামে নামেই সেবা হসপিটাল অন্তরালে চিকিৎসা সেবায় হয়রানি


বগুড়ার নন্দীগ্রামে অপচিকিৎসা এবং সিজারের সময় যথাযথ নিয়মনীতি না মেনেই সেবা হসপিটাল স্পেশালাইড ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে চলছে সেবার নামে হয়রানি প্রতারনা। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা মেলে হয়রানি ও প্রতারণার  বাস্তবচিত্র।


জানা যায়, গত ৪ নভেম্বর সকাল ১১ টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মতিউর রহমান মুসা তার প্রসূতি স্ত্রী সিমা খাতুন (২৬) কে সিজার করানোর জন্য ১০ হাজার টাকা চুক্তিতে ভর্তি করে। পরে বিকাল সাড়ে ৫টায় প্রসুতি কে সিজার করে রেখে নিজের ব্যক্তিগত কাজ দেখিয়ে চলে যান ডাঃ মোছাঃ শারমিন সুলতানা।


সিজারের ২দিন অতিবাহিত হলেও উক্ত হসপিটালে  ৮জন এমবিবিএস ডাক্তার থাকার কথা বলা হলেও তেমন কাউকে চিকৎসা সেবা দিতে দেখা যায় না। মতিউর রহমান মুসা অভিযোগ করে বলেন, গত ৫ নভেম্বর দিবাগত রাত্রি দেড় ঘটিকায় নবজাতকের অবস্থা শোচনীয় হয়ে পড়ে এমতাবস্থায় ক্লিনিকের নার্স সুমি খাতুনকে ডেকে বলেন নবজাতকের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য সেই মুহূর্তে সুমি খাতুন উপস্থিত হয়ে বলেন এই মুহূর্তে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের মেডিকেল অফিসার একজনও নেই। 


মতিউর রহমান মুসা তৎক্ষণাৎ ক্লিনিক এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য নার্স সুমি খাতুনকে অনুরোধ করেন। সুমি খাতুন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে খারাপ আচরণ করেন এবং রাগান্বিত হয়ে যান। তখনো নবজাতক শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল। মতিউর রহমান মুসা নার্সের দুর্ব্যবহার দেখে হতাশ হয়ে পড়েন। 


এরকম আশঙ্কাজনক অবস্থায় রাত অতিবাহিত হয় ওই প্রসূতি ও নবজাতকের । পরের দিন সকালে ঘড়ির কাঁটায় ১টা বাজলেও কোন ডাক্তারকে ওই সেবা হাসপাতালে চোখে পড়েনি। মতিউর রহমান মুসা আরো বলেন, দুই মাস হয়েছে এই হাসপাতালের বয়স তাতেই এদের এমন আচরণ, সেবার নামে এরা হয়রানি করছে রোগীদের সাথে।


জানতে চাইলে বেসরকারি সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ আইয়ুব আলী জানান, আমি রাতে হাসপাতালে উপস্থিত ছিলাম না। যেই নার্সের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আমরা দ্রুত   ব্যবস্থা নিব। 


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, তাদের কোন লাইসেন্স নাই , তাদেরকে বারবার সিজার করতে  নিষেধ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে যদি কোন লিখিত অভিযোগ পাওয়া যায় সে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে


উল্লেখ্য, গত কয়েক মাস আগে সিংড়ায় একই অভিযোগে সেবা ক্লিনিক সিলগালা করে দিয়েছে সিংড়া উপজেলা প্রশাসন। এর পরে সেখান থেকে তল্পিতল্পা গুটিয়ে নন্দীগ্রামে ভাড়াটে ডাক্তার দিয়ে নতুন ভাবে  শুরু করেছে চিকিৎসার নামে সিজারের ব্যবসা। নন্দীগ্রামের এসব ভুয়া ক্লিনিক ও হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন সাধারণ জনগন।

আরও খবর