যশোরের অভয়নগরে উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে আরিয়ান নামের দেড়বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরে দুপুর পৌনে ২টার সময় নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা (১১)নামের আরে শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। ডাক্তারের গাফিলোতির কারণে রুকসানার পরিবারের লোক ক্ষীপ্ত হয়ে হাসপাতাল অবরুদ্ধ করে।
জানা গেছে, প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শামীম হোসেন ও রুবিনা বেগমের ছেলে আরিয়ান । বুধবার সকালে আরিয়ানকে রেখে ওর মা রবিনা বেগম বড় মেয়ে হুমায়রা কে নিয়ে স্কুলে যান। সকাল সাড়ে ১০টার দিকে ভাগীনাকে দেখতে না পেয়ে আশেপাশে সব যায়গায় খোঁজা খুঁজি করতে থাকি। এক পর্যায়ে কোথাও দেখতে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খুজতে গেলে তাকে পানিতে ভাসতে দেখতে পায়। সাথে সাথে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক পরিক্ষা নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা(১১) নামের একটি মেয়ে দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে থাকেন পরিবারের লোকজন । স্থানীয়রা পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়। এঘটনায় রুকসানার পরিবারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শোভন বিশ্বসের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা হাসপাতাল অবরুদ্ধ করে রাখে পরে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
স্থানীয় জনতা জানান, যে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে তার নাম ডা. শোভন বিশ্বাস, যার বিরুদ্ধে এর আগেও নানাধরণের অভিযোগ আছে। যার জন্য তাকে কয়েকবার হাসপাতাল থেকে বদলীও করা হয়। তবে ; বিশেষ কোন ক্ষমতার বলে হাসপাতালে বারংবরই ফিরে আসে চিকিৎসক শোভন।
এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আলিমুর রাজিব বলেন, দুইটি বাচ্চা হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় ডাঃ শোভন বিশ্বাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আলিমর বলেন, আজ সকাল ১১টার সময় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে আরিয়ান নামের একটি শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। এছাড়াও বেলা পৌনে ২টায় রুকছানা নামের আরেকটি শিশু পানিতে ডুবে মারা যায়।
৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ ঘন্টা ৭ মিনিট আগে
৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ ঘন্টা ৫৭ মিনিট আগে