আশাশুনির বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলায় নমুনা শস্য কর্তন করা হয়েছে।
ইউনিয়নের
পদ্ম বেউলা বিলে কৃষক আব্দুল ওহাবের ধান ক্ষেতে উপজেলা কৃষি সম্প্রসারণ
অফিস পদ্ম বেউলা গ্রামের মরহুম মুনশী রুস্তম আলীর ছেলে কৃষক আব্দুল ওহাবকে
ধান চাষে উদ্বুদ্ধ করে ব্রি- ধান ৮৭ জাতের বীজ ধান ও প্রয়োজনীয় সার প্রদান
করে। কৃষক আব্দুর ওহাব তার অন্যান্য জমিতে অন্য জাতের ধান চাষ করার
পাশাপাশি এক বিঘা জমিতে ব্রি ধান-৮৭ চাষ করেন। সোমবার সকালে তার জমিতে
নমুনা শস্য কর্তন করা হয়। শস্য কর্তন শেষে হিসাব অনুযায়ী বিঘা প্রতি ১৮ মন
ধান উৎপাদিত হয়েছে। নমুনা শস্য কর্তন উদ্বোধন ও ধান মাড়াই শেষে ওজন করা
পর্যন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এস, এম
এনামুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি
কর্মকর্তা দেব প্রসাদ দাশ, ইকবাল হোসেন, এস,এম আব্দুল ওহাব সহ গন্যমান্য
ব্যক্তিবর্গ।