শেরপুরের ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি-২০২৪ উপলক্ষ্যে উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও শুমারি কমিটির সমন্বয়কারী সুরাইয়া সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন প্রমুখ। আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত উপজেলাব্যাপী অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে। উক্ত শুমারিতে উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে আহ্বান রাখেন উপজেলা শুমারি কমিটির সদস্যরা। সভায় ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে